কারা তোমার শত্রু (২২৫৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৯-২০২৩ ইং
==================
ও মা তুমি খাও না কেন?
যাবে নাকি শ্বশুকর বাড়ি,
নিজের বাড়ির পছন্দনীয়
খাবার খাও না তাড়াতাড়ি।
শ্বশুর বাড়ির কেউ জানে না
কি রেসেপি খাই ভালো?
কেন বাবার কাছে বলে বলে
মেজাজ রেগে তোলো।
মেয়ে হয়ে যখন জন্মেছিস
শশুরালয়ে হবে যেতে ,
সেই বাড়িতে গিয়ে মনের মত
খাবার কি পাবি খেতে ?
মেয়ে মানে পুরো স্বাধীন কি?
মানতে হবে সব কিছু ,
শশুরবাড়ি গিয়ে সব সময় কি
মেয়ে করব মাথা নিচু ।
ছোটকাল থেকে দেখে এসেছি
মেয়েদেরই এই সংসার ,
শাশুড়ী ননদ কখনো তোমায়
দিবে নাতো কোন ছাড় ।
শোন মা অন্যায়ের প্রতিবাদ
ঠান্ডা মাথায় করতে হয় ,
অন্যায়ের প্রতিবাদ না করলে
শত্রু মাথায় চড়ে বয় ।
মেয়েরাই মেয়েদের শত্রু হয়
এটা সব সময় জানবে ,
শাশুড়ী ননদের পরামর্শ গুলো
নির্বাচন করে মানবে।