কাপুরুষ (২২৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১০-২০২৩ ইং
************************
প্রবাস থেকে টেলিফোনে
দাদুর হুকুম চলছে,
তোমার সাহসের প্রসংশা
দেশবাসি যে বলছে।

অনুসারীদের বাক বিতন্ডা
লজ্জা শরম খাইছে,
তোপের মুখে অনুসারীরা
দিক বেদিকে ধাইছে।

সাহস দিচ্ছে  টেলিফোনে
কলকাঠি তার হাতে,
মানির উপর নির্ভর করে
ভাগ্যটা নির্নয় তাতে।

গাঁধা দৌড়ায় মুলার পিছে
মুলা ধরতে পারে না,
কাপুরুষ যারা ভীতু তারা
মুলার লাই ছাড়ে না।

নাসিকা কেটে সুনাম কিনে
বদনাম তাদের মাথে,
দাদুর কথায় সব বিলাচ্ছে
ফায়দা পাবে না তাতে।

বোকার দলে বোকার স্বর্গে
যাইতে বিবেক বিকায়,
টাকা রসদ  সব হারিয়েও
মান ইজ্জত সব ছিঁকায়।

কাপুরুষের কথা না শুনে
বালিশে কান লাগাও,
ফলাফল যদি বিপক্ষে যায়
তার থেকে নিজ ভাগাও।