কানে কথা (২৫৬৬ তম)
এম,এ,সালাম [সুর ও ছন্দের কবি ]
১৪-০৭-২০২৪ ইং
======================
তুমি কি একজন মা,তোমার কি মেয়ে আছে?
তোমার দায়িত্ব মেয়েকে আদর্শ,স্বশিক্ষিত করা,
বাবা বলে এড়িয়ে যাওয়ার কোন পথ নেই
নেই অর্থের যোগান দেয়া থেকে বিরত থাকার পথ।
মেয়েকে মেয়ের মত করে গড়ে তোলার দায়িত্ব মায়ের
কোন অজুহাতে ফাঁকি দেয়ার পথ নেই,চাইলেও
সমাজ তোমাকে তোমাকে নিন্দা দিবে কঠিন ভাবে।
বয়স হলে অন্যের ঘরে যাবে এটাই স্বাভাবিক
যার নাম বিয়ে,বিয়ে মানেই স্বামী, শ্বশুর শাশুড়ীর
সাথে শ্রদ্ধাসুলভ আচরণ করা,বারার বাড়ির চেয়ে
শ্বশুর বাড়িকে প্রধান্য দেয়া,অন্যথায় হিতে বিপরীত।
একজন মায়ের দায়িত্ব কিভাবে তার মেয়ে শ্বশুর
বাড়িতে আদর স্নেহে মিলেমিশে বাস করার পক্ষে
সার্বিক দিক নির্দেশনা দেয়া,মা হিসেবে এমন কিছু
কথা কানে দিতে নেই,যা প্রকাশ হলে  স্বামী
শ্বশুর শাশুড়ী কষ্ট পাবে এবং পরিবারে বিশৃঙ্খলার
সৃষ্টি হতে পারে,তুমি মা, তোমার কাজ কান কথা
কানে না দেয়া,এখান থেকে যতই এরিয়ে থাকবে
মেয়ের জন্য ততই সুখ বয়ে আনবে।
পারলে মেয়ের কানে বলেন স্বামী, শ্বশুর শাশুড়ী দিকে
খেয়াল রাখিস আমরা তো দূরে,চাইলেও পারবি না,
পারলে মেয়ের কানে ভালো কিছু দেন,
আর কান কথা বলে সংসারে আগুন জ্বালাইয়েন না
এ ধরনের কান কথার মায়েরা সমাজে লাঞ্চনার পাত্র,
মেয়ের সুখের সংসার ভাঙ্গার মহা কারিগর।