কালো থাবার কবলে (২৮০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৩-২০২৫
=========================
স্বাধীন দেশে শান্তি বিরাজ করার কথা
অশান্তির আগুন জ্বলছে রন্ধ্রে রন্ধ্রে,
অন্যায় করে পার পেয়ে যাচ্ছে সন্ত্রাসী
ধর্ষিতার খবরে কেউবা হাসে অট্টহাসি।
ধর্ষকের কুদৃষ্টি ভয়ংকর কালো থাবায়
দেশে সভ্রম হারায় শিশু কিশোরি যুবতী,
রক্ষা পায় না অবুঝ শিশু কিশোরী বৃদ্ধা
শোন বাঙালী লজ্জা পাওনি এমন কান্ডে।
এ দেশে যেখানে শান্তিতে থাকবে বাঙালি
সেখানে দেখি ধর্ষিতার আহাজারি ও কান্না
পথে ঘাটে নির্জনে বাসে রক্ষা পায় না ওরা
বিচার করে নরপশুদের দিতে হবে ফাঁসি।।
ধর্ষককে যদি বিচারের আওতায় না আনে
চব্বিশের অপরাধের গতি থামানো যাবে না,
সব নরপশুদের সমাজে বেঁচে না থাকাই ভাল
পারলে দিনের আলোতে বিচার নিশ্চিত করুন।