কালো মেঘ (২৫৪৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৬-২০২৪ ইং
==================
আষাঢ় মাসে দূর আকাশে
ছুটছে সাদা মেঘের ভেলা,
সকাল বেলা ঝলমলে রোদ
আষাঢ়ে তপ্ত রোদের খেলা।

আমার আকাশে মেঘ জমেছে
মনটা কঠিন ভারী কালো,
বার বার মনের কাছে প্রশ্ন ছিল
আজ তোমার কি যে হলো?

আজ আত্মত্যাগের শ্রেষ্ঠ মহিমা
সর্বশক্তিতে বিলিয়ে দিলাম,
তবুও কেন এই আমার অন্তরে
শান্তির বার্তা নাহি পেলাম।

ঈশান কোণে কালো মেঘ জমে
ঝড়ের সর্তক বার্তা দিল,
খানিক পরে আমার অন্তরটা যে
ঝড়ের কঠিন রূপ নিল।

মেঘটা যেন কেটে গিয়ে সুজন
মনাকাশে আলো জাগে,
ভবিষ্যতে এমন কিছু ঘটে না
যাতে মনটা থাকে রেগে।