যৌতুককে না বলি (২৭৩৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০১-২০২৫ ইং তাং
**********************
যৌতুকের নামে নির্যাতনে
ছেয়ে গেছে আজ দেশ,
দায়গ্রস্থ সব পিতা মাতার
দু:খের নেইকো শেষ।
যত নেশাগ্রস্ত যৌতুক প্রেমিক
তাদের স্বভাব ভালো নয়,
তাদের জন্য সুস্থ্য সমাজেই
যৌতুকের মত ব্যাধি বয়।
কিছু সনাতন ধর্মে বিয়ের পূর্বে
যৌতুকের দাবি করে,
গরীব ঘরের মেয়ের পিতা তাই
মেয়ে বিয়ের চিন্তায় মরে।
এ ব্যাধির প্রভাবে এই সমাজে
মেয়ের বিয়ে নাহি হয়,
ফুলের মত মেয়ের জীবনটা
অকালেই ঝরে ক্ষয়।
লোভী সমাজের যৌতুক ব্যাধি
অতি ঘৃণা ঠাট্টার কাজ,
সমাজের সবাই মিলে না বলি
অনৈতিক কর্মকে আজ।