জনগনই শক্তি (২৩৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০১-২০২৩ ইং
===================
বাবুকে নাকি কাবু করলেন
ওই ক্ষমতার জনগণ,
কেহ বলে ওই চলন্ত ট্রাক
মন দিয়ে তোরা শোন।
বাবুর কাবুতে কষ্ট পেলেন
দলিয় জনগন যারা,
ক্ষেপা যতলোক সিলমেরে
করেন এলাকা ছাড়া।
খেয়ালীপনায় বাবুর মতন
কেউ এ এলাকায় নেই,
কেউর জনপ্রিয়তা বাড়িলেই
কূটকৌশলে পরাস্ত সেই।
বাঘ মারতে পহলান পাঠান
পাঠান বাঘ মারার বুদ্ধি,
বাঘের এবার সময় এসেছে
তাই করলেন আত্মশুদ্ধি।
বাবু এবার বুঝতে পেরেছে
জনগন কি যে জিনিস,
ভোটের মাঠে এক নিমিশেই
বাবুকে করলে ফিনিস।