জনদরদী সেবক (২৭৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০১-২০২৫ ইং তাং
==================
ভ্যাট ট্যাক্স দ্রব্য মূল্য বৃদ্ধি
নতুন সরকারের সন্ধি,
গরীর দু:খীর এই আর্তনাদ
তাদের পরিকল্পিত ফন্দি।
গরীর দু:স্থের একটা দাবী
সব দ্রব্যের মূল্য কমাও,
কঠিন পরিণতিটা সামলাও
নইলে গদী ছেড়ে পালাও।
ভুলের মূল্য এ সরকারের
হায়রে এ কেমন সংস্কার,
রাষ্ট্রে জনবান্ধন সরকার
দেশকে করে দিল ছাড়খার।
নিজের স্বার্থ রক্ষায় যতসব
কৌশল এ সরকারের লক্ষ্য,
দলকে নিধন সময় ক্ষেপনে
কাহারো ক্ষোভে কাঁদছে বক্ষ।