জীবন্ত একটা লাশ (২৮১৩তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৩-২০২৫
======================
আমি যদি কথা বলতে না পারি
তবে আমি জীবন্ত একটা লাশ,
আমার অধিকার আটকে যায়
আপসুসে জীবনটা হয় হাসপাশ।

আমি জীবন্ত একটা তাজা লাশ
সহিতে পারিনা পথ শিশুদের কান্না,
জেল যুলুমের প্রতিবাদ সদা ভঙ্গুর
প্রতিবাদ করলে উল্টো চোখ রাঙানি।

আমি জীবন্ত একটি কাঠের পুতুল
সুদ ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে স্পষ্ট  
নারী ধর্ষনও হক নষ্টকারীর বিরুদ্ধে
সোচ্চার হয়ে কথা বলতে পারি না।

আমি জীবন্ত পঁচা গন্ধ একটা লাশ
টাকা পেশী শক্তির কাছে  অসহায়,
সদা শক্তি ক্ষমতার বাহাদুরি দেখায়
মান সম্মান রক্ষার্তে কিছু বলি না।

আমি জীবন্ত একটা লাশের বাক্স
ওরা মানুষকে মানুষ মনে করে না,
পিতার সামনে সন্তানের বেইজ্জতি
সন্তানের সামনে মায়ের সভ্রমহানী।