জীবনের কালনিশি-২ (২৩৮৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০১-২০২৪ ইং তাং
=====================
যৌবনের কি আহলাদ তোমার?
যেমন শ্রাবনের ঝর্ণাধারা,
প্রেম ভালোবাসা জমতে পারে
প্রেমের পাগলামি ছাড়া।
দশটি বছর অতিবাহিত হয়েছে
হয়েছে অভিসার মিলন দ্বন্ধ,
চোখের জলের স্বাদ নিচ্ছি এখন
নি:শ্বাসে পাই মন পোড়া গন্ধ।
এ জীবন চলছে জীবনের মতো
হাজারো সময় চক্রের খেলা,
আমার এমনি করে অতিবাহিত
শতেক কালবেলা বারবেলা।
তোমার জীবনটা ফুটান্ত গোলাপ
আমার ঝরানো পাপরির মত,
সে দিনের প্রেম কাহিনী মনে পড়ে
হৃদয়টা চিড়ে ক্ষত -বিক্ষত।
এখন আমার ঘরের সুন্দরী গৃহিণী
তোমার মত হয়না অভিসার,
জবাবদিহিতা আর দায়বদ্ধতাই
শুধু কাটছে জীবনটা অসাড়।