জীবনের কালনিশী -১ (২৩৮৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০১-২০২৪ ইং
***************************
যে চিন্তা চেতনা ছিলো না আমার
ওই পরম প্রভু ভগবানে,
যে ভাবনায় নিমজ্জিত আমি-আমরা
তোমার ভয়ে সঙ্গোপনে।
কোন ছন্দে তাল-লয়ে সুর মেলেনি?
সুরে বেসুরে প্রেমের সুরে,
আজ হৃদয় আকাশে মেঘ জমেছে
কতশত আলোকবর্ষ দূরে।
তোমার নরম গায়ের সুগন্ধি পেতে
খালের নোনা জলে স্নান করি,
তোমার শরীর ঘামানোর ঘ্রাণ খুঁজে
ওই দ্বিপ্রহরের তপ্ত রোদে পুড়ি।
কোথাও খোলা কেশের নারী দেখে
আমি সেসম যাই যেন ভুলে,
তোমার কালো কেশের গন্ধ যেন পাই
শ্যাম্পু করা উড়ানো সেই চুলে।
তোমার ঘর্ম ঝড়া বুকের শীতল পরশ
মুখ আর নাক তা জানে নিতে,
সাগরের বালুর তটে মুখ গুঁজে দেই
সেই সুখ মাখানো পরশ পেতে।
তোমার লোশন মাখানো দেহে যখন
আবেগে হাত বুলিয়ে দিতাম,
আমার মনের আকাশে র অনুভূতিটা
আমার হাতের মুঠোয় পেতাম।