জীবন-মৃত্যু (২৪১৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০২-২০২৪ ইং তাং
==================
জীবন মৃত্যু দুটি মহা-তীর
ইহার মাত্রা সুগভীর,
জীবনের স্থায়িত্ব যে আছে
মৃত্যুর স্থায়িত্ব মিছে।
জীবনের শুরু যখন হয়
মরন তার পিছে রয়,
জীবম মানে মহা যন্ত্রনা
পরকাল যে অগোনা।
কেহ মরিতে চাহে নারে
সুন্দর বাঁতির ভুবনে,
মৃত্যুর পরের জীবন কি
শুধু অন্ধকার মানে?
মৃত্যু নেই ইহা শুধুই ভাবে
পরকাল দেখে খাবে,
দিনের আলোয় বাস করে
চিন্তা নেই কালো ঘরে।
জীবনে মরণ কি চায় কেউ?
পরকালকে ভাবে ফেউ,
ওই কবরকে ভাবে না কেউ
জীবন মানে ফুর্তি ঢেউ।
পরকাল নিয়ে ভাবে না কবু
লুকিয়ে থাকে জবুথবু,
মরণ এসে হাত ধরে টানে
যান নিয়ে বাঁচে জানে।