জীবন একবার (২৩৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০১-২০২০ ইং
=================
জীবনের আয়ু হাতে নিয়ে
আসিলাম এই ধরাতে,
ফুরালে আয়ু এ প্রাণবায়ু
সেদিন হবে বিদায় নিতে।
রঙিন পৃথিবী যেমন ছিল
উহা তেমনি সুন্দর রবে,
আমার তোমার এই ধরায়
আসার সুযোগ নেই ভবে।
আমি একদিন থাকবো না
আয়ুস্কাল ফুরিয়ে যাবে,
নতুন অতিথি আসবে হেথা
খাটিয়ায় চরিয়া নিবে।
যাই বলি না জীবন একবার
ফিরে আসার পথ নেই,
মাটির তৈরি মাটির মানুষ
মরলে অবস্থ যেই সেই।
পর জগতের কথা ভাবিয়া
তুমি থাকিও না ম্রিয়মান,
বারেকের তরে পেয়েও না
ধরায় এ জীবন মান।