জীবন সংগ্রামে হাবুডুবু (২৬৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১১-২০২৪ ইং তাং
======================
সবার জীবনে সুখ দু:খ থাকবে
জোয়ার ভাটা আসবে,
এই জোয়ার ভাটা সইতে পারলে
জীবন সুখেই হাসবে।

দু:খকে তাই লাল গালিচায় বরণ
করে মনের দু:খে সবে,
সুজন বাস্তবতার কঠিন পরিস্থিতি
মানুষ সয়ে যেতে হবে।

ভেঙে পড়ার নাম তো জীবন নয়
জীবন সংগ্রামে হাবুডুবু,
তোমার শক্তি সাহস হারিয়ে গেলে
তুমি নিশ্চিন্তে হবে কাবু।

অর্থ কষ্টের এই টানা পোড়াণে
দু:খ যন্ত্রনাই বেশী আসে,
সে জ্বালা যন্ত্রণা সইতে না পারলে
কষ্টের জীবন সর্বনাশে।

সংসারেতে দু:খের জীবন গড়ার
যদি সইতে পারলে পরে,
সঠিক পথের ন্যায় কর্ম গুনেই
মধুর জীবন সুখে ভরে।