জীবাত্মা --২
সুন্দর ধরার বুকে চব্বিশ হাজার
বিভিন্ন প্রজাতি বিদ্যমান,
শাস্ত্রকারদের ওই মেধা মননে
আত্মা সবেখানে বিদ্যমান।
অবতার কৃষ্ণের স্বর্গীয় উক্তি
নাকি আত্মা সর্ব দেহে,
ওরে জন্মেনি যা কোনকালে
ধরায় কেমনে তা রহে?
সংসারে জন্মেও না মরেও না
জগতে তবুও বিদ্যমান,
যুগে যুগে বিজ্ঞান বা যুক্তিবাদে
শুধুই মুর্খতার প্রমান।
তাইতো বলি বিতর্কিত ধর্ম মত
যেখানে চেতনা করে লুপ্ত,
দৃশ্যমান জগতের সব অস্বীকৃত
শুধু ভুলায় চেতন তত্ত্ব।
অনৈসর্গিক স্বর্গের টিকিট পাবে
উপরি বাঁহাতি স্তব স্তুতি,
শ্রদ্ধা ভজন ভক্তি অর্ঘ চরণে দাও
তবে স্বর্গে ধাবিত গতি।