জীবাত্মা--১  (২৩৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১২-২০২৩ ইং
======================
জীয়ন  অস্বীকৃত নয় সব ধর্মে
সব জীব দেহে বিদ্যমান,
শরীরের মৃত্যুর সাথে সাথেই
আত্মা স্বর্গে নরকে গমন।

শুনা যায় পুনঃ জন্ম হিন্দু ধর্মে
শাস্ত্রে,বিধিতে অবধারিত,
জন্ম নিলে এই সুন্দর পৃথিবীতে
একদিন মৃত্যু হবে নিশ্চিত।

ওই গীতায় কৃষ্ণের মুখের বাণী
নাকি হিন্দু ধর্ম মতে সত্য,
কৃষ্ণ বলে আত্মার নেই জন্ম মৃত্যু
এটা নাকি শ্রীমুখে কথিত।

আরে "ন জায়তে"মানে জন্মেনা
ওই আত্মা কোন কালে,
আরে "ন ম্রিয়তে"মানে মরেণা
হিন্দু গীতা শাস্ত্র বলে।

দেহির র্জীবে আত্মা বিরাজে
ওই হিন্দু ধর্ম শাস্ত্র বলে,
দেখুন জন্মেনা যা কোনকালে
বিরাজে কোন কৌশলে?