জেদী ও ত্যাগি (২৩৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-১২-২০২৩ ইং
==================
জেদী ও  ত্যাগির খেলা চলছে
অর্থ জনবলের বলে,
এই খেলার পরিণতি কোথায়?
দেশের সবাই যে বলে।

কেহ জেদ করে যদি বাঘের সাথে
প্রতিযোগিতা লাগায়,
ওরে ভেবে দেখেছো বুদ্ধি দাতারা
শেষ পরিণতি কোথায়?

বুদ্ধি বিকাও টাকার ওই বিনিময়ে
টাকা যে তুমি দেও না,
জেদী ও ত্যাগি হয়ে স্বার্থ লোটাও
অল্প স্বল্প তুমি খাও না।

ওই বাঘ মারতে পহলান পাঠালে
তাতে দু'জন মরলে সই,
নিচে পড়ে বলো রোদ তোর গায়
আমি আছি এখন কই?

বাংলা কোন রকম চলিয়া পড়ি
ইংরেজিতে টকশো করি,
এ হলো মোদের রাজনীতির হাল
বুদ্ধিদাতার তারিফ করি।

জেদী নেতা সব হারিয়ে ত্যাগি হয়
বুদ্ধিদাতা হয় যে লাভবান,
নেতা নিজের ভুল বুঝতে পারলে
গোপনে গোপনে কানে টান।