জামাই  (২৭৮২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০২-২০২৫
===================
মোগো জামাইর নামটি শুনলে
কলিজায় কাপন দেয়,
মোগো দেশের শিক্ষিত লোকে
তারে করে খুবই ভয়।

জামাই মোগো বেকায়দার লোক
কায়দা করে সব বানায়,
এ জামাইর সাথে মিশতে পারলে
আসল পরিচিতি মানায়।

জামাই মোগো খুবই মেধাবী/জ্ঞানী
সতত মেধার পরিচয় দিছে,
কোনদিন নজরে যদি কেহ পরে যায়
তার জীবন ষোল আনা মিছে।

মোগো জামাই খুবই ধার্মিক লোক
সর্বদা ধর্মের বিধান মানে,
কাঊকে যদি সে অপমানিত করে
তবুও তার ক্ষমতা বড় জানে।।