হুর গুটানো শুরু(২৩১৫ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৬-১১-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হুর গুটানো শুরু করছে
আমির নেতার নাকি,
অন্যসব খুচরা নেতাদের
চেহারা মলিন বাকি।
হাকডাক আর মাথাচাড়া
সাহসের লক্ষন নিচু,
দূর দূর করে সবাই যাচ্ছে
নেতার থেকে পিছু।
সঙ্গী সাথীরা একেক করে
নিজেকে ঘুচিয়ে নেয়,
স্বার্থের সমীকরণে অন্যদের
কাছে শুধু ভীর জমায়।
হাকডাক  কোথায় গেলো?
উচু মাথা হইতেছে নিচু,
দিন আর দিন শক্তিহীনতায়
ছুটে না দূর্বলের পিছু।
মামুগো বাড়ির বড় তাল যে
পরলে হয়ে যায় বেল,
দাবার গুটির ঘোড়ার চালে
পরলে মারে না তেল।