হুমকি (২৩৫১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১২-২০২৩ ইং
**************
হুমকি দিচ্ছে স্বাক্ষী রেখে
সম্মান হানি করবে,
পথে ঘাটে পাইলেই নাকি
মান সম্মান মারবে।

হুমকি দিচ্ছে দামকি দিচ্ছে
আক্রোশ আক্রমনে,
সুযোগ মত পাইলে নাকি
মারবে নাকি জানে।

সন্ত্রাস মাস্তান লেলিয়ে দিচ্ছে
আর্থিক যোগান দিয়ে,
যেথায় পাবে সেথায় মারবে
ভোটের অজুহাত নিয়ে।

এমনি চিন্তার মানুষগুলোকে
নেতার আসনে রাখছে,
দাদু নিজের ক্ষতি ডেকে এনে
অন্যের অধিকার কাড়ছে।

আদর্শ আর ক্ষমতার পাগল
এক হতে যে পারে না,
সঠিক কথা আর যোক্তিক
বাক্যে আপনারে ছাড়েনা।