হতাশ ও নির্বাক (২৬৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৯-২০২৪ ইং
=======================
দেশের শাসক যখন নির্বাক থাকেন
সাধারণ জনগন অসহায়,
এমতাবস্থায় স্বাধীনভাবে বসবাস করা
সাধারণ মানুষ পায় ভয়।
আগেও ছিলো আইন নিজের কাছে
বর্তমানেও নিজের কাছে,
তাহলে ভাই নতুন করে এই স্বাধীনের
প্রয়োজন বা দরকার আছে।
এখন দেশ নেতারা সব নির্বাক হয়ে
চেয়ার গেরে বসে আছেন,
জনগণের কাছে কিছু জিজ্ঞাস করুন
দেশ ভালো না মন্দ আছেন?
সেনাবাহিনীর কাছে নানান ক্ষমতা
আপনাদের দায়িত্ব আছে কি?
এখন সাধারণ জনগন এই সম্পর্কে
ভালো কিছু দেখতে পারে নি।
শুধু দপ্তর নিয়ে দাপ্তরিক কাজটা
কাগজ কলমে করলে হয়,
আপনার জবান খুলে আশ্বস্ত করেন
জনগনের ঠিকানা কোথায়?
আপনাদের পেয়ে সাধারণ জনগন
আশার ভরসা পেয়েছিলেন,
নির্বাক রয়ে কিছু না বলে দেশকে
সেবার নামটা মুছে দিলেন।