হিসেবটা মিলছে না (২৩৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-১১-২৩ ইং
==================
সহজ সমীকরণে হিসাব মিলছে না
এক,দুই,তিন চলকেও করিলাম,
একগড়া,দুগড়া তিনগড়া নগদানেও
মিলানের চেষ্টায় ব্যর্থ যে হইলাম।
অনুপাত সমানুপাতে মিলাতে গিয়ে
একানু,দ্বিগানু পাতে চেষ্টা করি,
পূর্ব রাশি আর উত্তর রাশির অনুপাত
মিলছে না বর্জ্রগুননের সুত্রধরি।
বামপক্ষ মিললেও ডানপক্ষ মিলে না
সমীকরণ মিলাবো কোন সুত্র দিয়ে,
শুদ্ধিকরন করেও চেষ্টা করে দেখিলাম
মিলে না লাভ ক্ষতির শতকরা নিয়ে।
হিসাবের ইতিহাসের ভগ্নাংশ করে দেখো
প্রয়োজনে করো যোজন বিয়োজন,
হিসাব না মিলিলে গনিতের বোর্ড বসাও
অভিজ্ঞদের পরামর্শের প্রয়োজন।
মিলাও এপাড়ের সাথে ওপাড়ের সুচক
যোগ বিয়োগে ব্যবধান আছে কিনা?
জ্যামিতি আর ত্রিকোণমিতির ব্যবধান
পিথাগোরাসের সুত্রে মিলছে কিনা।
🖋 ফ্যাক্টঃ- চলমান রাজনীতি 🖍