হীরার খনি (২৩৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০১-২০২৪ ইং
===================
চলন বলনে শয়নে স্বপনে
মা তোমাকে পরে মনে,
কোথায় মা আছে যে এখন?
জানবো কাহার শনে।
ওই পিতাকে হারিয়েছি যখন
পারি নাই কিছু বুঝতে,
পিতার শূন্যতা মা পুষিয়েছে
দেয় নি তাকে খুঁজতে।
পিতার আদর শাসন সোহাগে
অনুপস্থিত ছিলাম আমি,
মায়ের ভালোবাসা বিলিয়েছো
পিতার দায়িত্ব নিছো তুমি।
তোমার বকুনি খেয়ে লুকিয়েছি
পরম মমতায় তুমি খুঁজতে,
কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে
সে হাউ মাউ করে কাঁদতে।
তুমিতো ছিলে অজ্ঞতার জননী
তার চেষ্টায় পেয়েছি জ্ঞান,
পরম আল্লাহর দরবারে প্রার্থনা
করি পাও হীরার মত মান।