হিংসুটে বন্ধু (২৫৫৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৭-২০২৪ ইং
====================
সহপাঠী আমার হিংসুটে অহংকারে ভড়া
হাস্যেজ্জল  বদন হলেও মনটা কড়কড়া।
পাঁচ বছরের সহপাঠী কত স্মৃতি জড়িত?
কেমনে তুই ভুলে গেলি ভ্রমে করলি বারিত।
একসাথে কত হাটা,গল্প বলা মনের অভিলাষ
আকাশ পানে পা বাড়াইয়া কেন কর বিলাস।
স্মৃতি কেন হারিয়েছিস, তোর মনের থেকে
কেন রে তুই ভুলে গেলি সকল সহপাঠীকে?
এত সুন্দর আচার আচারণ এখন পরিবর্তন
পদের ছোঁয়া পেয়ে কেমনে ভুলে গেলি এখন।
একটু খানি ভেবে দেখো আশি দশকের কথা
এক পাড়ায় বাস করেছি মনে নেই সেই কথা।
এত হিংসা এত অহংকার কেন গৌরব কর?
ক্ষমতার সিঁড়িতে পা রেখে অহংকার ছাড়ো।
জানি আছরে তুই উচ্চ পদে সম্মানের সাথে
অনাকাঙ্ক্ষিত ব্যবহারে উঠছো সবার মাথে।
লোহা পোড়ালে লাল হয় পিটালে যেই সেই
সকল তোর বদলে গেলেও হিংসুটে যেই সেই।