হিংসার আগুন (২৫০০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৫-২০২৪ ইং তাং
=================
আদর করে বউ আনিল
এক মায়ে ছেলের জন্য,
সে ছেলের বউর আচরণ
শাশুড়ীর প্রতি জঘন্য।

পঁচানব্বই পার্সেন্ট পুত্র বধু
শাশুড়ীকে বৃদ্ধাশ্রমে রেখে,
বাপের বাড়ি গিয়ে ভাইকে
বুঝায় রাখিস মাকে দেখে।

ভাইকে বুঝায় শোনরে ভাই
মা অবহেলার পাত্র নয়,
মায়ের দোয়ায় সংসার ধর্মে
তোর ষোল আনাই জয়।

মায়ের প্রতি যত্ন নিলে ভাই
জান্নাতে যেতে পারবি,
মায়ের বদ্দোয়ার বদৌলতে
জাহান্নামের পথ ধরবি।

আমার শাশুড়ী মা নামেমাত্র
স্বামীর মা তাই মা ডাকি,
মায়ের মত তো সেবা করি না
শুধু আর নয়নে রাখি।

সতত সংসারের কাজ করাই
থালা বাসন কোসন মাজাই,
লোক দেখানো ভালোবাসি
স্বামীর কাছে নাটক সাজাই।