হে মৃত্যু তোমায় স্বাগত(২৭২১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১২-২০২৪ ইং তাং
************************
বিশ্বের মহাশক্তি থেকে মৃত্যু শক্তিশালী
জীবন পরে মৃত্যু আগে জানি,
মৃত্যু থাকে গোপন কক্ষে,কারো নেই রক্ষে
জীবন মরন সৃষ্টির শ্রেষ্ঠ মানি।

মৃত্যু ছিলো গোপন কক্ষে,আদম সৃষ্টি হলো
আল্লাহর হুকুম আদম ধরায় এলো,
ফেরেস্তারা খোঁজাখুঁজি করে মৃত্যু খুঁজে পেল
তাই ধরার মাঝে মৃত্যু প্রকাশ হলো।

মহান প্রভু!মৃত্যু কি এক আজব মোজেজা?
আল্লাহ মৃত্যুর দূয়ার খুলে দিলো,
সকল ফেরেস্তা দাঁড়িয়ে অবলোকন করলেন
মৃত্যুর কঠিন আজাব দেখে নিলো।

পরম করুনাময় আজরাইলকে নির্দেশ করে
তুমি অমুককে জান কবাজ করো,
ফেরেস্তা তার মৃত্যুর অবস্থা দেখে বেহুশ
হয়ে রইল হাজার বছর ধরে।

মহান আল্লাহর হুকুমে জ্ঞান ফিরে পেয়ে
প্রভুর কাছে বিনয়ভাবে মিনতি করে,
আল্লাহ দেখিলাম মৃত্যুর চেয়ে কঠিন কিসে
সকল মানুষ আজরাইলের হাতে মরে।

মৃত্যু কেউ কখনো খন্ডন করিতে পারে না
মৃত্যুর স্বাদ সবপ্রাণী গ্রহন করবে,
হে মহান প্রভু জগতে মৃত্যুই হলো শক্তিশালী
মৃত্যুর সকল দায়ভার সে যে নিবে।

আজরাইল বলেন মানুষ হলো সৃষ্টির সেরা
তাদের নির্দয়ভাবে সংহার করবো,
হে মানুষ আমার হতে মুক্তির উপয় নেই
পরিশেষে নিজের জীবন কবজ সইবো।