হে আমার প্রিয়া (২৪৩১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৩-২০২৪ ইং তাং
   =================      
হে আমার প্রিয়া,অতীতের স্মৃতি
ভেবে দেখছি মনে তীব্র ব্যথা,
তোমার ভালোবাসা অমূল্য রতন
কত যতন হাত ধুলোয় মাখা?
    
আমি বুঝতে পারিনি তোমার মন
অবহেলায় ফেলছি ব্যবধানে,
তাই পাগলের মত খুঁজে ফিরছি
অন্ধের মতন সকল ভুবনে।
    
তোমার ভাইয়ের কৃতি পরিহাসের
আমাদের প্রেম বিচ্ছেদময়,
তাই তুমি উড়ে গেলে বিদেশ ঘুরে
থাকি একাকী শুধু বেদনায়।
  
অতীতের ভুল চুলছিঁড়া আগুনে
জ্বলবো যে দু'জনে চিরকাল,
তবু তোমার স্মৃতি বুকে আগলিয়ে
বেঁচে আছি বাকি আয়ুষ্কাল।

হয়তো কোনদিন সাক্ষাৎ পাই গো
তোমার স্বভুল ধরিয়ে দিবো,
মুখোমুখি হয়ে আবেগের কথনেই
মন পুড়িয়ে ভৎসনা নিবো।