হায়রে মানুষ -১ (২৭৪৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০১-২০২৫ ইং
====================
হায়রে মানুষ,কেন তুমি অবুঝ
নেই যেখানে মানবতা,নেই মানুষ্যত্ব
হায়রে জগত,হায়রে সমাজও সংসার,
যেখান মান সম্মান নেই,নেই লজ্জা শরম
মুখ থুবরে বিকলাঙ্গ একটি দেহ উপস্থিত।
হায়রে মানুষ কেন টাকাকে প্রধান্য দিয়ে
লজ্জা শরম বিলিয়ে দিলে টাকার কাছে,
সত্য দিনের আলোর মত,মিথ্যা ভংগুর।
হায়রে মানুষ লজ্জা ঈমানের অংগ
যদি মনে লজ্জা শরমের ভয় থাকে,
তবে তুমি লুকিয়ে লুকিয়ে আলোহীন
জগতের অন্ধকার প্রকোষ্ঠে ঘুমিয়ে থাকো কেন?
হায়রে মানুষ, সুদ ঘুষের মাঝে মজে থাকলে
সুখ সাগরের সলিলে ডুবে যাও আর শান্তির
লেপ কাঁথায় নিজেকে জড়িয়ে রেখো সতত,
চিন্তা করে দেখো তুমি মানুষত্ব জগতে আছো
নাকি জড়বস্তু হয়ে বেঁচে থাকবে এ সংসারে।