হায়রে কোটা (২৫৭২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৭-২০২৪ ইং
================
সাধারনের চাকুরি নেই,কোটায় খাইছে দেশ
সারা বাংলায় এখন চলছে কোটা নিয়ে রেস।
উচ্চ ডিগ্রি অর্জন করে বেকার ঘুরে বেড়ায়
অনেক কিছু জানার পরেও কোটাই হারায়।
কোটা ধারিদের পাস করতে মার্ক লাগে কম
সব নিয়োগে কোটার বলে খেলে সুখের গেম।
মেধাবীরা তাকিয়ে থাকছে গেম খেলা দেখে
মেধাবী ও বেকার শিক্ষার্থী হয়ে যায় ফেঁক'।
ফেইজ বুকে ভাইরাস হইছে শুধু কোটা কোটা
সাধারনের চাকুরী পেতে মোটা অংকের টাকা।
মুক্তিযোদ্ধা আর সাধারন এই দেশেরই মানুষ
সাধারণ নিয়ে সরকার, করতে আছে ফানুস।
সবাই তো আল্লাহর সৃষ্টি মুক্তি যোদ্ধা সাধারণ
কোটা পদ্ধতি বাতিল করলে হত না আলোড়ন।
ভালো ভালো মেধাবিদের মেধার নেই যে দাম
কোটার বলে কম নম্বরের সুবাদে হয় যে কাম।