হায় হুতাশ (২৩৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১২-২০২৩ ইং
===============
স্বতন্ত্রতে মন ভালো না
বাড়ছে হায় হুতাশ,
কে আবার কোনখানে
দেয় ঠান্ডা বাতাস।

সকল বৈধ তন্ত্রের মনটি
ভেঙে চুরমার হচ্ছে,
স্বতন্ত্রের বিরুদ্ধে কোন
ব্যবস্থা না যে নিচ্ছে।

জনগণের আগ্রহ বৃদ্ধিতে
অভিনব এক রূটার,
উৎসব মুখর পরিবেশের
কেন্দ্রে বাড়বে ভোটার।

ঠান্ডা মাথায় কৌশল করে
নেতাদের দিচ্ছে ছেড়ে,
আনন্দ মুখর পরিবেশ কি
দিন দিন যাচ্ছে বেড়ে।

কৌশল ঠেকাতে কেহ দিচ্ছে
রোজ হরতাল অবরোধ,
বিদেশিরাও চেষ্টা করিতেছে
লেভেল প্লেয়িং গতিরোধ।

কোন চেষ্টাই সফল হবে না
কৌশল ফলপ্রসূ হবে,
ঈদের পরে অস্তিত্বের ঘাটতি
লক্ষ্য করিবেন সবে।