হাতে গড়া আইন(২৬০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৯-২০২৪ ইং
=================
পদত্যাগের আইন নাকি
হাতে গড়া আইন,
এই আইন প্রয়োগে নাকি
হয় না কোন ফাইন?
হ্যান্ড মাইক নিয়ে মিছিল
দিয়ে পদত্যাগের দাবী,
সেচ্চায় যদি চলে না যাও
কিল ঘুষি যে খাবি।
লাথি চড় মারবো স্যারকে
বাপের নাম ভুলে যাবে,
বড় চেয়ারে বসে বসে সে
মানসম্মান ধুয়ে খাবে।
ডিম থেরাপির ভয় দেখায়
ভয় দেখায় অপমানের,
পদত্যাগ করে চলে যাওরে
যদি বাসনা থাকে জানের।
এমন আইন প্রয়োগ করছে
নিজের ক্ষমতার বলে,
পেটে তাদের লাথি মেরেই
বলছে যাও না চলে।
দুই শব্দের ডিজিটাল লিখা
পদত্যাগ পত্রের সামিল,
মোরামুরি করলে যে স্যার
হবে তোমার সাথে অমিল।