হারিয়ে যাওয়া স্মৃতি (২৬৯৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১১-২০২৪ ইং
================
আধুলি,সিকি ও পাঁচ দশ পয়সা নাই
এগুলো সব হারিয়েছে প্রায়,
হরিণ মার্কা এক টাকা চাই।
হাতের রুমাল নেই,নেই তার কারুকাজ
শোকে টিসু নিয়ে মুছি অশ্রুজল আজ।
রাতে বর যাওয়া জ্যোৎস্না বিলাশ নেই
পাটি পেতে বসিনা আজ তাই,
বিয়ে বাড়ির নাচ গান যে নেই।
নেই মাটির হাড়ি কলস নেই তার জল
সেই বিরহে দুটি চোখ করে টলমল।
হেমন্তে জঙ্গলে মাঠে শিয়ালের ডাক নাই
গরু মরলে শকুনের ঝাঁক নেই,
দাদুর যত্নের হুক্কা কোথায় পাই।
নেই পালকী,নেই পাংসী নেই লাঙ্গল মই
আজ মন বিরহে আতঁকে উঠে গেল কই।
ফুফুর নেই তার মাটির ঐ হাড়িটাও নাই
নেই আমার বেয়ারিংয়ের গাড়ি,
টেলিস্কোপ লুঙ্গি, নন্দিনি শাড়ি।
নেই আমার স্মৃতি মাখা ইকোনো কলম
চিন্তা করি গেল কোথায় জাম্বাক মলম।
বোতলে কেরোসিন পানি ভরা কুপি নাই
কোথায় তাওয়া বৌলা গন্ধক পাই,
রাতে উঠানে গরুর মাড়াই যে নাই।
পাকঘরে পাঠের শিকাটা নেই আজকাল
তাওয়ায় মরিচ পোড়া এক্কেবারে নাজেহাল।
কাবাডি,দারিবাধা,হাডুডু খেলা আজ নাই
কুতকুত,দোলায় না, লুডুও তাই,
ভিউকার্ডে ফটো কোথায় পাই?
নাই সেই জলে ভাসা ফেনা কসকো সাবান
এ সব মনে পরলে বুকে বাজে বিরহের গান।