হারামে আরাম নেই (২৬৪১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১০-২০২৪ ইং
==================
হারাম খেলেন মজা করে
আরাম পেলেন বেশ,
ইহার কুফল পেয়ে যাবেন
জীবনের শেষ মেশ।
কাহার মুখের খাবার কেড়ে
খেলেন নিজের মত,
ভালো দেহটায় হারাম ডুকে
করলেন ক্ষত-বিক্ষত।
হাসেমূলে চুষে চেটে খেলেন
কার অধিকার কেড়ে,
এমন সময় আসবে একদিন
আল্লাহ আসবে তেড়ে।
আল্লাহর দেয়া বিবেকটাকে
স্বার্থে বিকিয়ে দিলেন,
অন্যের অধিকার কেড়ে নিয়ে
সুখ আনন্দ পেলেন।
হারাম কাজে আরাম পেলেন
অনিহা সঠিক কাজে,
কেহ সত্য কথা বললে তারে
সে ধরে নেয় যে বাজে।