গাইনের গাঁধা(২৫৩২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৬-২০২৪ ইং
==================
গাঁদার সামনে মুলা ঝুলাইছে
গাঁদা ধরবার চেষ্টা করে,
ধাক্কায় মুলা সামনে চলে যায়
ধরতে পারবে কি তারে?.
নাকের ডগায় মুলা ঝুলাইছে
বোকা বানানের পায়তারা,
মুলার বিরুদ্ধে কিছু বললেই
আইনের মাধ্যমেই সারা।
শিক্ষা জাতির নাকি মেরুদণ্ড
শিক্ষকেরা জাতির প্রাণ,
তাদের কাজ থেকে শিক্ষার্থীরা
পায় যে সু-মানুষের ঘ্রাণ।
তাদের সম্মান জাতির সম্মান
শুধু মূল্যায়নে গড়িমসি,
বেসরকারি শিক্ষকের বৈষম্য
শক্তি অসীর চেয়ে মসী।
অপমানের চেয়ে কিন্তু মৃত্যু শ্রেয়
বোকা বানায় ধোঁকা দিয়ে,
জাতির কাছে বোকা বানালেই
সরকার বাঁচবে ইজ্জত নিয়ে।
এই চিন্তা চেতনা পরিহার করে
আর মুলা ঝুলাইয়েন না,
হায় জাতির কাছে বৈষম্য করে!
আর বেইজ্জতি করিয়েন না।