ঘুষখোর (২৫০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৫-২০২৪ ইং
==================
দেশের বড় বড় কর্তা সাহেব
ঘুষখায় পিয়ন দারোয়ান,
ভুমি অফিসও রাঘব বোয়াল
দেখায় নির্দয় আচরণ।
সরকারি সব অফিস আদালত
টাকা ছাড়া চলে না এক বিন্ধু,
পিয়ন দারোয়ান টাকার কুমির
ঘুষখেয়ে হয়েছে সাগর সিন্ধু।
কোন অফিস রেখে কাকে বলব?
সব খানেতে ঘুষের বানিজ্য,
ঘুষ ছাড়া কোন ফাইল নড়ে না
বাম হাতের জোরে সাম্রাজ্য।
দেশকে যারা রক্ষা করবে তারাই
অযোগ্যকে করে তোলে যোগ্য,
জ্ঞানীর জ্ঞান প্রায় যায় যায় পালা
ঘুষকে প্রকাশ্যে করে উপভোগ্য।
ঘুষ খাওয়ার নানা কৌশল নিয়ম
যাহার অভিনব এক কায়দা,
তাদের বিবেক কবে জাগত হবে
নাকি এমনই লুটবে ফাঁয়দা।