ঘুষ খোররা (২৪৫৪ তম)
এম,এ,সালাম (সুর ও চন্দের কবি)
২৩-০৩-২০২৩ ইং
==================
ধান্ধায় আছে ঘুষ খোরেরা
বহুরূপী নেক সুরাতে,
কোথায় পাবে ঈদের বোনাস?
কেনাকাটা ইচ্ছেমতে।

সকল অফিসেই ধান্ধায় বাস্ত
ঈদের মার্কেটের জন্য,
বেনামি কিছু সাংবাদিক আছে
শুধু ফয়দা লোটায় ধন্য।

কিছু সাংবাদিক ধান্ধা খুঁজছে
স্কুল,কলেজ মাদ্রাসায়,
ভুলত্রুটি খুঁজে বেড়ায় উনারা
বৃহত্তর উপরির আশায়।

ঘষ খোরেরা শয়তানের বুদ্ধিতে
ঘুষের বড় ফিরিস্তি খুঁজে,
অফিস আদালতে একটা ধান্ধা
তারা ঘুষ দেয় মুখ বুজে।