গুনের কদর (২৬০৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
        তাং ২৭-০৮-২০২৪ ইং
===================
গোমটা মাথায় গাঁয়ের বধু
বাজার করতে যায়,
শাড়ির আঁচলে টেনে টেনে
তার মুখখানা লুকায়।

লজ্জা শরমে বিব্রত মুখে
এপাশ ওপাশ চায়,
আঁচলের ফাঁকে অস্পষ্ট মুখ
যেন চেনা নাহি যায়।

কাজল কালো হরিন চোখে
চিরল দাঁতের পাটি,
চুলের গোছা দুলছে হাওয়ায়
পরছে হাটুর বাটি।

কালোর মাঝে খুবই সুন্দর
মধুর মুখের হাসি,
পাগল করা রূপের ঝলকে
মুক্তা ঝরে রাশি।

কালোর কথা ভুলে গিয়ে
গুনের কদর ধরো,
গুনেই মানুষের পরিচায়
তারই সম্মান করো।

এরূপ কালো গুনী নারী
জন্মাক ঘরে ঘরে,
দেখতে সুন্দর গুন নেই
কালোই সুন্দর করে।

কালো হলেও সমস্যা নেই
কলঙ্কের দাগ নেই,
তার গুনেতে আলো ছড়ায়
ভালো জগতে সেই।