গর্জে উঠো নববর্ষে (২৭৩০তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০১-২০২৫ তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হে মজলুম আম জনতা কেন আজও নির্ঘুম?
যাচ্ছে বেলা তামাশার খেলায় হেলায় পরেছে ধুম।
পুণ: জাগরণের অন্তিম কালে ডুবন্ত সূর্য নারায়ন
ডুবান্ত পৃথিবীতে জাগ্রত করো আলোর বিচ্ছুরণ।
অলস ঘুমে বিছানায় কেন শয্যা ছেড়ে উঠো?
আলো প্রবেশে বাঁধা দেয় যারা তাদের গলা টুটো।
ঈশান কোণের কালো মেঘে আন্ধা করেছে আলো খান
রেখো না কখনো তোদের অন্ধ হৃদয় জড়িয়ে আসমান।
হুংকার দাও ডরিও না কখনো আগত অনাগত বান
প্রবল ঝড়ে বৈঠা চালাও হাওয়ার ঐ প্রলয় তুফান।
অবরুদ্ধ শ্বাসকে রুদ্ধশ্বাস করো হিম্মত কিম্মত বানাও
কালের ঘোরে শাবল মারো পঙ্কীরাজ হয়ে হানাও।
স্বাধীন ভাবে চলতে চাইলে উড়াল মারো সমীরণে
সখা সখী যারা সুজন সকাশে একত্বে মিলাও পরাণে।
বজ্রের মত নিজে হও তীব্র হর্স তুফান ডেকে অন্তরে
দূর্বার গতিতে হর্স পদ ক্ষুরের দূর্দান্ত গতিতে স্মরে।
নিজ ও অন্যের পদ দ্বয়ে শক্তি সমার্থ ধারণ করে মন্তরে
হিম্মত কিম্মতে বিধাতার প্রজ্ঞায় বলিষ্ঠ হও পিঞ্জরে।
ওই জিন্দা রুহানির বলে সাধন ভজন করো উৎকর্ষ
মহা হুংকারে আরেক বার হোক হক বাতিলের সংঘর্ষ।