গর্জে উঠো মুসলমান (২৭০৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১২-২০২৪ ইং
***************************
দেশের সকল মুসলিম জাগো
একতার হাক হাকো,
মুসলমান আজ মার খেয়েছে
কেমনে চেয়ে দেখো?

ওই ইসরাইলী হায়নার দলেরা
আজ ধ্বংস করছে দ্বী
তাদের হামলায় জর্জরিত সব
রক্তমাখা এক ফিলিস্তিন।

দুধের শিশুর চোখের কান্না
মুসলিম সইতে পারেনা,
মায়ের কোলে অবুঝের মৃত্যু
আর মনপ্রাণে ধরে না।

মুসলমানদের প্রাণের দাবী যে
ইসলাম স্বাধীন হোক,
ইসলাম ধর্ম যদি স্বাধীন না হয়
মুসলমানদের ভোগ।

কাস্মীরের দিকে চেয়ে দেখো
মুসলমানদের পরছে লাশ,
উগ্রবাদী সন্ত্রাসীরা মনানন্দে
করছে আবার উপহাস।

বাবরি  মসজিদের  ইতিহাস
তোমরা পড়ে দেখো,
সেথায় চলছে যে ধ্বংসযজ্ঞ
মুসলিম একথা থাকো।

শান্ত শ্যামল এই বাংলাদেশে
অশান্তির এক বীজবপন,
চট্রগ্রামে ওই আলিফ ভাইকে
হত্যা করছে ইসকন।