গোপন কথা (২২৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১০-২০২৩ ইং
===================
হাল হকিকত ভালো নয়'রে
জান নিয়ে টানাটানি,
গোপন কথা গোপন থাকুক
হয় না যেন জানাজানি।

বিপদটা ওই মাথার উপরে
বার বার ঘুরপাক খায়,
কয়েকদিন ধরে কালোমেঘ
আমার আকাশে ধায়।

চোখে দেখি সতত সর্ষেফুল
কাউকে বলতে পারিনা,
শ্বাস-প্রশ্বাস ক'দিন ওষ্ঠাগত
মরতে চাইলেও মরি না।

আমার ব্যথা আমার ই কথা
বললে স্বজন পায় কষ্ট,
মাটির দেহটা পুড়ে ছাড়খার
অনুভূতিতে প্রায়ই নষ্ট।

রিজিকটা নাকি আমার থেকে
কাড়াকাড়ির চেষ্টা চলছে,
আমার অন্তরের লুক্কায়িত শক্তি
বার বার সেই কথা বলছে।