গোণ্ডগোল (২২৭৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৯-২০২৩ ইং
*******************
বিবেক দিয়ে কাজ করিলে
লাগতো না গোণ্ডগোল ,
বিবেক যদি ভুল পথে চালে
বিবেকহীনদের কি বোল?

বিবেক যদি বিশে ঊনিশ হয়
তাকে কেমনে ভুল ধরি,
বিবেকহীনের মত কাজ করে
যদি হাজার বলেন সরি।

বুদ্ধি নাকি  বাবার চেয়ে বড়
যদি মেধায় কাজ করেন,
অতীত বর্তমান ভবির কাজে
তবে কেমনে ভুল ধরেন।

মহা গোন্ডগোল বাধিয়ে দিয়ে
যদি মাথা লুকিয়ে থাকেন,
সমাজ দেশ আপনার কাছে
নতুন প্রজন্ম কি শিখেন?