গীবতখোর (২৪৪৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৩-২০২৪ ইং
===================
গীবত শেকায়েত মহা পাপ
আমরা সবাই জানি,
জেনেও বলো এই কথাটি
আমরা ক'জন মানি।

একের দোষ অন্যের কাছে
বলে বেড়ায় গোপনে,
ভালো কিছু মানতে চায় না
খারাপ কিছু সেখানে।

গোপনে গোপনে কিছু বলে
হট্টগোল বাঁধে সমাজে,
ভালো সমাজ বিপদে পরে
খারাপ কিছু কু-কাজে।

তেল মেরে তেল দিয়ে দেয়
মিঠা দেয় না কেহ যে,
হারাম কাজে  আরাম নেই
উপর্জন যে খুবই বাজে।

অন্যের ভালো দেখলে পরে
শরীর জ্বালাপোড়া করে,
ইবলিশ শয়তান বুদ্ধি দাতা
তার মন-প্রাণ দখল করে।

গীবত শেকায়েত দ্বন্দ্ব সৃষ্টির
ওই আসল কারণ বটে,
গীতবখোর কিন্তু মৃত্যু ভাইর
রক্ত মাংস খায় চেটে।

বিদ্র: ক্লাস,পরীক্ষার খাতা,রোজা ইত্যাদি কারনে আসরে বিচারণ কম থাকায় আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।