গাঁয়ের নম্র ছেলে (২৫৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৬-২০২৪ তাং
=====================
সবুজ শ্যামল মেঠো গায়ে
ওই যে আমার কুঁড়েঘর,
সহজ সরল জীবন যাপন
করছে গেরামের উপর।

লেখাপড়া তেমন করি নাই
মাত্র অষ্টম শ্রেণী পাশ,
আমার দ্বারা হইতো কাহারো
উপকার নয় সর্বনাশ।

সোজা সাপটা ভাষায় লিখি
কত জীবনমুখী জারি?
আমার কলম থামাতে পারে না
করি ভাল লিখার আড়ি।

মাঝে মাঝে থেমে যে যাই
সঠিক শব্দ বর্ণের মাঝ,
সঠিক রাস্তায় কলম চলছে
নেই মিথ্যার পথেই কাজ।

হিংসা বিদ্বেষের ধার ধরিনা
চলছি খাঁটি সরল পথ,
ক্রিমিনাল কিছু মানুষ আছে
দেয় বিরোধ যত মত।

সবাই বলাবলি করে যে যাচ্ছে
লোকটা উদর মনের হয়,
সকলের মুখের হাসির মাঝে
জীবন সুর ছন্দেই রয়।