গাঁয়ের কুসংস্কার (২৫৫০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৬-২০২৪
===================
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর,
ঘেউ ঘেউ করে কুকুর ডাকলে
দৌড়ে পালায় চোর।

.পেঁচা ডাকলে অশুভ লক্ষন
শকুন ডাকলে হয় মরণ,
কর্কশ ভাষায় কাক ডাকলে
বুঝবে বিপদের কারণ।

ক্যাচ ক্যাইচ্ছা ডাকলে বুঝবে
ইহা ঝগড়া বাঁধার লক্ষন,
গুঁড়িগুঁড়ি যদি বৃষ্টি হয় গো
খই বাজারই লক্ষন।
.
পাখি ডাকলে মেহমান আসে
নাকি মিষ্টির হাড়ি নিয়ে,
বৃষ্টির মাঝে চিকচিককা রোদে
শেয়ার মামার নাকি বিয়ে।

সত্য মিথ্যার পরীক্ষা হয়রে
টিকটিকির টিক ডাকে,
বউযের জন্য পাগল থাকে
ঘাম থাকে যার নাকে।

চোখের পাতা কাপলে হঠাৎ
শোক দু:খ আসে বটে,
যখন তখন বসা উচিৎ না
ঘরের সামনে চৌকাটে।

ঐ যাত্রাপথে অশুভর লক্ষন
.দেখলে ঝাড়ুপিচা পথে,
কাড়িকাড়ি টাকা আসে ভাই
চুলকায় যদি ডান হাতে।

খাওনের সময় হাঁচি উঠলে
কেউ নাকি মনে করে,
থালায় দুবার ভাত না লইলে
.অসময়ে নাকি বউ মরে।

ভাঙ্গা আয়নার মুখটি দেখিতে
মুরব্বিরা করে মানা,
গাঁয়ে কুসংস্কার আমরা ডুবানো
চোখ থাকিতে কানা।