ফুর্তিতে আটখান(২২৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১০-২০২৩ ইং
=====================
আনন্দ ফুর্তিতে আটখান ওরা
হাস্যেজ্জল ওদের মুখ,
আশার টাওয়ারে উঠবে ওরা
আর হইবে নাকি বৈমুখ।
শত্রুদের খতম করবে ধরে ধরে
তাদের একটাই মনে আশা,
এই আশাতে ওই মিত্রদের সাথে
গড়ছে নতুন ভালোবাসা।
শত্রুদের ঝিমু ঝিমু অবস্থা দেখলে
মনেতে শান্তি-সুখ মিলে,
ওরা দেশ থেকে তাড়াইবে শত্রুদের
মারবে দুই পাখি এক ঢিলে।
দেশের হাল হকিকত অবলোকনে
চেহারার হাসো হাসো ভাব,
আজ ফুর্তির ঢেউ প্রকাশের লাগি
ফেইজবুকে নতুন ভাবসাব।
আনন্দে নতুন নতুন পোস্ট দিতেছে
কেউ করছে আবার ফলো,
নতুন নতুন লাইক কমেন্ট দেখলে
ইজ্জত কোথায় রাখি বলো?