ফুল ছিঁড়লে কি হয়?(২৪০৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০২-২৪ ইং
======================
ফুল দেখিলে সবে হাতে নিতে চায়
ফুল ছিঁড়া অপরাধ মালি নাকি কয়।
মালিই তো ফুল ছিঁড়ে রোজ সকালে
আমি ছিঁড়েছি কাল পরন্ত বিকেলে।
মালির ফুল ছিঁড়া অপরাধ না হইলে
আমার ফুল ছিঁড়া অপরাধ কে কইলে?
ফুলকে ভালোবেসে ছিঁড়ে মালা গাঁথি
অনেক সময় ফুল খোপায় পড়ে রাখি।
হাতে নিয়ে সুবাসিত নিই ফুলের ঘ্রান
এই ফুল নির্জীব নিস্তেজ মনের প্রাণ।
ফুল ছিঁড়ে মালারুপে গলে পরে রাখি
ঝরে যাওয়া পাপড়ি বইয়ের মধ্যে রাখি।