ফটকা ছেলে (২৮০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৩-২০২৫
================
ফটকা ছেলের মটকা
মেজাজটা কড়কড়া,
আউল ফাউল বকছে
মনটা ভাইরাসে ভরা।
ছোট বড়োর কদর নেই
সদা বেইজ্জতি করে,
যারে পায় তার সম্মানটা
সমুলে বিনাশ করে।
লোভে পরে ক্ষমতা চায়
টাটকা করে মটকা,
ফটকা ছেলে অর্থ চেনে
কেনে নাকি জাটকা।
নামিদামি গাড়িতে করে
চলে বন্ধু বান্ধব নিয়ে,
বড় বড় হুংকার দিচ্ছে
তর্জনী আঙ্গুল উচিয়ে।