ফটকা (২৭৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৩-২০২৫
=================
মেধাবী হলে সব যে পারে
বয়সটা কিন্তু অল্প,
কথায় কাজে হালকা ভাব
মুখে বলে খুব গল্প।

জোয়াল দিয়ে বোয়াল মেরে
বীরের খাতায় নাম,
ময় মুরাব্বিদের ইজ্জত মেরে
স্মৃতি সৌধে যান।

সে স্বপ্ন দেখে রাত বিকেলে
রাজার চেয়ারে বসা,
সভা সমাজে এমন সে জন
বিয়ের পিরিতে নশা।

ফটকার থাকে মটকা গরম
ধুম ধামা ধাম কাজ,
বড় বাবুর বেইজ্জতি করে
দেয় বাহামির নাজ।

সাধুর বেশে সারা বাংলাতে
শুধু কাজ করতে চাই,
জনগনের স্বার্থ রক্ষার তরে
দেশের সবে ভাই ভাই।