ফাঁন্দে পরলে হাতি (২৬৭৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১১-২০২৪ ইংতা
=====================
ফাঁন্দে পরলে বড় হাতি,
                       চামচিকা লাথি মারে
এই সুযোগে সব পশুরা
                     জুতাপিটা দিয়া ছাড়ে।

জালে প্যাচাইলে সিংহ মামা
                    অন্যেরা খুশিতে আটখান
একটা লাথি দেয়ার জন্য
                    বিলেয়ে দেয় জান-প্রাণ।

ফন্দি আটে বনের বাঘকে
                         আটকাই কেমন করে
এই সুযোগে একটা একটা
                  করে আটকাই খাঁচায় ভরে।

নানা ফন্দি করে জবান বন্দী
                       নানা কৌশল করে ধরে
আটকা তারে লোহার খাঁচায়
                   মশায় বের হতে না পারে।

সাজা দিয়ে মজা দেখার লাই
              বনের সবার নানা অভিযোগ,
ওরা ভবিষ্যতের চিন্তা চেতনায়
              করে কৌশলে যোগ বিয়োগ।

বের হলে হাতি বের হলে বাঘ
                    ছাড়বে না কাউরে ভেবে,
সিংহ মশায় ক্রোধে ক্ষোভে
                    ধারাবাহিক ভাবে খাবে।