ফাগুনের উচ্ছ্বাস (২৭৮৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০২-২০২৫
==================
মনের দুয়ারে বসন্ত এসেছে
মন নতুন উল্লাস খোঁজে,
ফুলের বাগিচায় ফুল কলিতে
রঙিন সোনালী স্বপ্ন জাগে।

বহে মৃদুমন্দ দখিন হাওয়ায়
মুক্ত বিশুদ্ধ হাওয়া বৃক্ষে,
আমের শাখায় নতুন মুকুল
বল কেমনে করি রক্ষে।

মহুলের টানে মাতাল ভ্রমর
ফুলে অলির গুঞ্জন ধ্বনি,
লিচু ফুলে সুন্দরী  মৌমাছি
মধু সংগ্রহে চলে টানাটানি।

রাঙা হাসিতে ভাসে দিগন্ত
প্রেমে পরিপূর্ণ অনুরাগ,
ফাগুনের উচ্ছ্বাস অলিতে
গলিতে,বিহঙ্গের বিরাগ।